ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ রোধে এ্যাডভোকেসী সভা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী প্রেসক্লাব সভা কক্ষে রুপান্তরের আয়োজনে উপজেলা প্লাটফর্মের সদস্য ও উপজেলা সরকারী কর্মকর্তাদের সাথে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্লাটফর্মের আহবায়ক মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর আবুল খায়ের, সমাজসেবা অফিসার মো: মশিদুল হক, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা প্লাটফর্মের সদস্য সচিব মো: আজাদ হোসেন বাচ্চু,সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন,শাহিদুল ইসলাম,মনির খান, পত্তাশী ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক আ: আজিজ হাওলাদার সহ উপজেলা প্লাটফর্মের সদস্যবৃন্দ।

Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ