উচ্চমাধ্যমিক পাসেই নিয়োগ দেবে তথ্য কমিশন

তথ্য কমিশনের শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথ্য কমিশন আটটি পদে মোট ১০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

প্রোগ্রামার, সহকারী পরিচালক, ব্যক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, উচ্চমানসহকারী, সহকারী হিসাবরক্ষক, পিএ কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা

আটটি পদে সর্বমোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হব ।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.infocom.gov.bd) এই ঠিকানায়। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র আগামী ৩১ জুলাই, ২০১৯ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে

ঠিকানা : প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন, ঢাকা-১২০৭

সূত্র :  যুগান্তর, ৮ জুলাই, ২০১৯।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

Categories: চাকরির খবর

ব্রেকিং নিউজ