পিরোজপুরে করোনার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের প্রচারনা র‌্যালী

‘‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে পিরোজপুরে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারাদেশের ন্যায় পিরোজপুর পুলিশের উদ্যোগে র‌্যালী, পথসভা, মাস্ক ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত¡র থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগীরথী চত্ত¡রে এসে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল হাসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদলসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। পরে শহরের নতুন বাসস্টান্ড সহ বিভিন্ন স্থানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়।

Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ