পিরোজপুরে করোনায় ক্ষতিগ্রস্থ মৃৎ শিল্প পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরে করোনা ও লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য সদর উপজেলার মৃৎ শিল্প পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামের ১২৭ মৃৎ শিল্প পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ৫০০ গ্রাম চিনি, ১ লিটার ভোজ্য তৈল, ১ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম চিড়া ও মাস্ক। এসব মানবিক খাদ্য সহায়তা পেয়ে খুশী মৃৎ শিল্প পরিবার সম্প্রদায়ের সদস্যরা।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ জেলার সকল সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া জরুরী খাদ্য সহায়তা ৩৩৩ এ কল দিলে তাদেরও খাদ্য বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে।

Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ