পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

 পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাউন স্কুল থেকে শুরু হয়ে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক অসীম কুমার পাল, লাইব্রেরীর সিনিয়র পাঠক সোহরাব হোসেন। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহুরুল হোসেন, গ্রন্থাগার দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা সরকারী গণগ্রন্থাগারের জুনিয়ন লাইব্রেরীয়ান নাজমুন্নাহারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Categories: বরিশাল বিভাগ,শিক্ষাঙ্গন

ব্রেকিং নিউজ