পিরোজপুর ইয়ূথ সোসাইটি’র ‘মানবিক যোদ্ধাদের’ ঈদ উপহার

কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে প্রথম ধাপে পিরোজপুর ইয়ূথ সোসাইটি’র বিভিন্ন মানবিক কার্যক্রমে স্বীকৃতি যারা বিশেষ ভূমিকা রেখেছেন তাদের স্বীকৃতি হিসেবে ঈদ উপহার প্রদান করা হয়েছে । আজ বুধবার রাতে পিরোজপুর ইয়ূথ সোসাইটির কার্যালয়ে এ স্বীকৃতি এ আর্থিক ঈদ উপহার তুলে দেয়া হয়। পিরোজপুর ইয়ূথ সোসাইটি সংগঠনের ১১ জনকে এ আর্থিক ঈদ উপহার তুলে দেয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাপদ তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, সহ সোসাইটির অন্যান্য সহ-সমন্বয়ক ও সদস্যবৃন্দ।

সংগঠনটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান জানান, আমরা পিরোজপুর ইয়ূথ সোসাইটি করোনা মহামারীসহ বিভিন্ন সময়ে সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকি। সেই মানবিক কার্যক্রমে যারা বিশেষ ভূমিকা রেখেছেন তাদের ঈদ উপহার দিয়েছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। এছাড়াও আমরা রমজান মাস ব্যাপী ইফতার বিতরণ, পথ শিশুদের বিভিন্ন সময় বস্ত্র বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, ইন্টারনেটের নিরাপদ ব্যাবহার, বৃক্ষরোপন কর্মসূচী করে থাকি।

Categories: অন্যান্য,টপ নিউজ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ