বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের র‌্যালী ও আলোচনা

স্টাফ রিপোর্টার :
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা করেছে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, পিরোজপুর শাখা।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় ভাগিরথী চত্ত্বর থেকে এক র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহা: মহিউদ্দিন, সরকারী সোহরাওয়র্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখতে সরকারি কর্মকর্তাসহ জাতি ঐক্যবদ্ধ রয়েছে। স্বাধীনতা বিরোধীরা সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ‘‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের সমন্বয়ে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা শনিবার সকালে উপজেলা সড়কে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা। কাউখালী উপজেলা প্রশাসন আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর যথাযথ সম্মান ও মর্যাদা সর্বদা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইন্দুনকানী : “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে সমাবেশ করেছে উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে উপজেলা প্রঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে এম আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিদুল হক, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিবসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় বক্তাব্যে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা দেশদ্রোহীতার শামিল। কারণ, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাজিরপুর : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সরাকরী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভীতর স্বাধীনতা মঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিরামন বৌদ্ধের পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুস সালাম, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার প্রমুখ।
ভান্ডারিয়া: জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধী অপতৎপরতা বন্ধে সারা দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগান সম্বলিব ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভান্ডারিয়ায় সভাপতিত্ব করেন ইউএনও মো. নাজমুল আলম, কাউখালীতে ইউএন মোসাঃখালেদা খাতুন রেখা, ইন্দুরকানী উপজেলার ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
এসকল উপজেলার মানববন্ধনে স্ব স্ব উপজেলার সকল স্তরের সরকারি কর্মকতা ও কর্মচারী অংশনেন।
মঠবাড়িয়া : জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান’ এ শ্লেগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গ বন্ধুর ভাষ্কর্য ভাংঙ্গার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, র‌্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে বের হওয়া র‌্যালীতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী আংশ গ্রহনে করেন। র‌্যালীটি পৌর শহরের গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ওসি মাসুদুজ্জামান, ডাঃ মো. ফোরদৌস রহমান, প্রাণী সম্পাদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাংবাদিক মজিবর রহমান, কর্মচারীদের পক্ষে শাহ আযম প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ষড়যন্ত্রকারিদের কড়া হুশিযারি দিয়ে বলেন, কোন ষড়যন্ত্রকারি সফল হতে পারবে না। তিনি বঙ্গ বন্ধুর ভাস্কর্য সংরক্ষণ কমিটি গঠনের জন্য সরকারে কাছে দাবী জানান।

Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ