বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকে গ্রুপ চ্যাট

আগামী ২২ আগস্ট থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ চ্যাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক-এ প্রকাশিত এক পোস্টে উল্লেখ করা হয়, আগামী ২২ আগস্ট থেকে গ্রুপ চ্যাটের এই ফিচার বন্ধ করে দেওয়া হবে। ফলে ২২ আগস্টের পরে নতুন করে চ্যাট করা না গেলেও, যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে সেগুলোর চ্যাট হিস্ট্রি দেখা যাবে।

পোস্টে আরো উল্লেখ করা হয়,  আমরা জানি, ফেসবুক ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাট খুবই গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকের বর্তমান কাঠামোর সঙ্গে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ না থাকায় এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নতুন পথ খুঁজছি, তবে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন কী সেবা আনা হবে তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না।

তবে মেসেঞ্জারে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে না। ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা না গেলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে।

Categories: অন্যান্য,টপ নিউজ,লাইফ স্টাইল

ব্রেকিং নিউজ