বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচীতে পিরোজপুর সরকারী মহিলা কলেজের শোক দিবস পালন

পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারী মহিলা কলেজ শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের পরে র‌্যালী শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী মহিলা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনীর উপরে আলোচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শেখ ফরিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌমিতা সরকার। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Categories: অন্যান্য,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ

ব্রেকিং নিউজ