স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগ দিনভর নানা কর্মসূচি পালন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ১৭ মার্চ রাত ১২.০১ মিনিটে কেট কাটা হয়। এর পর সকালে বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন সেখান থেকে একটি বনার্ঢ্য আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়।
জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আছর নামাজ বাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো : জাহিদুল ইসলাম টিটু , জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়া রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফানুস উৎসবের আয়োজন করা হবে।