স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরে “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় জেলার সকল উপজেলার স্টল ছিলো।