কুড়িগ্রামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, পরিবার বলছে হত্যা, তদন্তে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে জান্নাতি (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতি স্থানীয় কৃষক জাহিদুল হকের মেয়ে এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


নিহতের বড় চাচা খলিল জানান, সকালে বাড়ির পাশের জমিতে জান্নাতির মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা এসে মরদেহ উদ্ধার করে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। খলিলের অভিযোগ, “রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি আমাদের বাড়িতে হামলা চালিয়ে জান্নাতিকে বাইরে নিয়ে গিয়ে হত্যা করেছে। আমরা মামলায় সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করব।”

তবে খলিলের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় কেউ। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, রাতের বেলায় কোনো চিৎকার বা অস্বাভাবিক শব্দ তারা শোনেননি। ফলে জমি বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হলেও প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, “মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

তিনি আরো বলেন, “আমরা সকল বিষয় গুরুত্বসহকারে তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


Categories: অন্যান্য,কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ