ঝালকাঠিতে আওয়ামীকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে গণহত্যাকারী ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও জুলাই ঘোষণাপত্র প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলার সর্বস্তুরের ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আয়োজিত এ সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।


সমাবেশে উপস্থিত ছিলেন, এনসিপি সংগঠক মাইনুল আসলাম মান্না, ঝালকাঠি ইসলামী আন্দোলন জেলার সভাপতি আলমগীর হোসেন, জামায়াতে নেতা আব্দুল হাই প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনতি বিলম্বে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। তারা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়েছে, তা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই দায়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়।


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ