পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় বিভিন্ন পর্যায়ে থেকেছে দেশের জনগণ তাদের থেকে বিকল্প সরকার খুঁজছে। যারা সৎ, নিষ্ঠাবান, নির্লোভ, মানুষের কল্যানে কাজ করবে এমন দল খুঁজছে আর সেই দলই বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়িত হয়নাই। যারা পিছনের দিন গুলোতে লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়িত হয়নাই জনগণ তাদেরকে সরকার হিসেবে দেখতে চায়।
শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের আল্লামা সাইদী ফাউন্ডেশন সভাকক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।