ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝরে ঘরের নিচে চাপাপরে বেঁচে যাওয়া বৃদ্ধ পরিবার রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের লাল হকের ছেলে নুরুল হকের পরিবার কালবৈশাখী ঝরে ঘরের নিচে চাপা পরে বেঁচে যাওয়া পরিবারটি গত দুদিন ধরে রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে।

সরজমিন ঘুরে দেখা যায়, গত বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখী ঝরে নুরুল হকের বসতঘরটি ভেঙে মাটির সাথে মিশে আছে।তার রাতা কাটাচ্ছে খোলা আকাশের নিচে।


এসময় নুরুল হকের স্ত্রী বলেন, ঝড়ের সময় আমরা ঘরের নিচ আমার স্বামী ও দশ বছরের ছেলে আব্দুল্লা চাপা পরি।পরে স্থানীয়রা আমাদের ঘরের নিচ থেকে টেনে হিঁচড়ে বের করে এসময় আমার ডান হাত ও বুকসহ একাধিক স্থানে ক্ষতহয় আমি এখনো অসুস্থ ও মানুষিক ভাবে বিপর্যস্ত। খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। কোন মেম্বার চেয়ারম্যান কেউই এখন পর্যন্ত একটু দেখতেও আসেনি।আমরা এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না।

এ বিষয় কথা বলতে কৈবর্তখালি ওয়ার্ডের ইউপি সদস্য সুমনকে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ করেনি।


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ