ইন্দুরকানীতে আওয়ামীলীগের নেতা নাসির গ্রেপ্তার

ইন্দুরকানি প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় মো.নাসির উদ্দিন ফকির (৪৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য রয়েছেন ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


উল্লেখ্য,গত বছরের ৩ই সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা। পরে ৫ই সেপ্টেম্বর স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় মামলা করেন। এই মামলায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ