পিরোজপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, হাত ভেঙে দিল চাঁদাবাজরা

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহান শেখ রাজু চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার সিও অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, নামাজপুর এলাকার আরিফ ও তার ছোট ভাই আদনান অনেকদিন ধরে চাঁদাবাজির সাথে জড়িত। কিছুদিন আগে ছাত্রদল নেতা রাজু চাঁদাবাজির প্রতিবাদ করলে এ সময় তাদের সাথে বাগবিতণ্ড হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সিও অফিসে রাজুকে মেরে হাত ভেঙে দেয় আরিফ ও আদনান।


প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদাবাজ আরিফ ও আদনান, রেহান শেখ রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রাজুর হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ