‎‎পিরোজপুরে কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ‎

‎পিরোজপুর প্রতিনিধিঃ ‎পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তর্গত আফতাব উদ্দিন কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকালে এই আনন্দ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী, সমর্থক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা স্লোগান সহকারে উচ্ছ্বাস প্রকাশ করেন।


নতুন কমিটি ঘোষণায় উপস্থিত নেতাকর্মীরা সংশ্লিষ্ট ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান। তারা বলেন, “একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও গতিশীল নেতৃত্ব নির্বাচন করায় আমরা কৃতজ্ঞ। এই কমিটি ভবিষ্যতে ছাত্রদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।” ‎

‎মিছিলে ছাত্রদলের নেতারা বলেন, “নতুন নেতৃত্বে পিরোজপুরের ছাত্ররাজনীতিতে গতি আসবে এবং ছাত্রদলের আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।” ‎

‎পরে কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নবনির্বাচিত নেতারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ