ইন্দুরকানীতে যৌথ অভিযানে প্রায় ২০ লাখ টাকার গলদা রেনু পোনা জব্দ, কাঁচা নদীতে অবমুক্ত

ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে টগড়া-চলখালি ফেরিঘাট এলাকায় উপজেলা মৎস্য বিভাগ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে ২১টি মোটরসাইকেলে বহনকারী প্রায় ১০ লাখ গলদা রেনু পোনা আটক করা হয়েছে।১৭ এপ্রিল শনিবার সকালে টগড়া চরখারী ফেরি ঘাটে এই রেনু আটক হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ১০ লাখ গলদা রেনু পোনা পার্শ্ববর্তী কাঁচা নদীতে অবমুক্ত করা হয়।


এ সময় একজন রেনু ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। রেনু বহনকারী মোটরসাইকেল চালকদের মধ্যে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পিরোজপুর জেলা ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর শমিরন মণ্ডলসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “এইভাবে গলদা রেনু আহরণের সময় নদী থেকে প্রায় ২০০ প্রজাতির অন্যান্য মাছের রেনুও ধ্বংস হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও মৎস্য সম্পদের মারাত্মক হুমকি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি, না হলে একসময় আর মৎস্য সম্পদ খুঁজে পাওয়া যাবে না।”


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ