ভান্ডারিয়ায় পশারিবুনিয়া হিন্দু মিলন মন্দিরের শুভ উদ্বোধন


ভান্ডারিয়া প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া হিন্দু মিলন মন্দিরের ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস, ম্যানেজিং ডিরেক্টর, সাদামনের মানুষ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাষ্টি হিন্দু ধমীয় কল্যান ট্রাস্ট্র এর বিভাগীয় কর্মকর্তা বিপুল বিহারী হালদার। বুধবার বিকেলে পশারিবুনিয়া হিন্দু মিলন মন্দিরের সহ-সভাপতি তপন কুমার হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিতুল চন্দ্র বেপরী, মন্দিরের সহ-সভাপতি বাবুল মন্ডল, পশারিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী হৃদিতা তুলি ও মন্দিরের সাংগঠনিক সম্পাদক রতন মিস্ত্রী প্রমুখ। গীতা পাঠ করেন শিক্ষিকা অরুনা রানী। পরে অসহায় হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ ও প্রসাদ বিতরণ করে প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে মাতৃপিত্রী পূজায় অংশ নেয় শতাধীক মাতা- পিতার সন্তানেরা।


Categories: বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ