পিরোজপুর সদর উপজেলায় নৌকার পক্ষে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সরকারী সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুবোধ আইচের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আরবিন্দ রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসা খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনারা মাহবুব, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদউল্লাহ লিটন, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সলর বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবুল, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আফতাবউদ্দিন কলেজের অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জেলা জাসদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান আহম্মেদ মিলু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাতাফ হোসেন খান, জেলা যুব মহিলালীগের সভাপতি মনিরা আক্তার এ্যানী, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকের সঞ্চালনায় ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ