মঠবাড়িয়া প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু (৪৮) ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝন (৪৫) কে কুপিয়ে মারত্মকভাবে জখম করেছে বিদ্রোহী প্রার্থী (্আনরস প্রতীক ) রিয়াজুল ইসলামের সমর্থকেরা। এ সময় আরো ৫ জনকে পিটিয়ে আহত করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা ।
জানাযায়, শনিবার রাত ১১ টার দিকে নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু ,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝন সহ তাদের সমর্থকেরা স্থানীয় টিকিকাটা এলাকা থেকে নির্বাচনী প্রচরনা শেষ করে গুলিশাখালী ইউনিয়ন আ.লীগের অফিসে বসে কথা বলছিলেন। এমন সময় বিদ্রোহী প্রার্থী (্আনরস প্রতীক ) রিয়াজুল ইসলামের সমর্থকেরা আওয়ামীলীগ অফিসে ঢুকে তাদের উপর হামলা চালায়। এসময় নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝন কে কুপিয়ে মারত্মক ভাকে জখম করে। তাদের উপর হামলা ঠেকাতে নৌকা প্রার্থীর সমর্খকেরা এগিয়ে তাদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা চলে যায় । পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নতর চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নৌকা প্রার্থী হোসেন মোশারেফ ছাকু ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে স্থানন্তর করা হয় ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
মঠবাড়িয়ায় নৌকা প্রার্থী ও ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা
Categories: বরিশাল বিভাগ