স্টাফ রিপোর্টার : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দক্ষিণ মরিচাল মাঝি বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাজসেবক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাজী, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফকির, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল খান, সদস্য আঃ রব শিকদার, বন্দর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খান, বন্দর ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান, সভাপতি সুমন শিকদার, বন্দর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সর্বিক সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগ নেতা আবুয়াল হোসেন খন্দকার।
পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক
Categories: বরিশাল বিভাগ