স্টাফ রিপোর্টার : পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এ ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারুল কুরআন কমপ্লেক্স কিন্ডার গার্টেনের পরিচালক মাওলানা আমিরুজ্জামান, দাখিল বিভাগের সহকারী মৌলভী আসমা খাতুন, ক্যাডেট বিভাগের পরিচালক সবিনা ইয়াসমিন, সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষক মোসাঃ নাজমিন আক্তার, আইসিটি সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, ইবতেদায়ীর সহকারী শিক্ষক জামিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রিপা আক্তার। অনুষ্ঠানে ২৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান
Categories: বরিশাল বিভাগ