স্টাফ রিপোর্টার : পিরোজপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কুমারখালী শেখ বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থীর সহধর্মীনী সালমা রহমান হ্যাপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য গৌর রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদা হেনা, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বেগম বুলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির শিকদার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান তোতা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাহিদ শেখ প্রমুখ। বৈঠকের সঞ্চালনায় ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন টুলু।
পিরোজপুরে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
Categories: বরিশাল বিভাগ