স্টাফ রিপোর্টার : পিরোজপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মসদ সালাম কবির, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফারুক আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। এ সময় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চিত্র তুলে ধরে এবং শহীদের স্মৃতিচারণ করেন।
পিরোজপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
Categories: বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ