পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম


স্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার জমি সংক্রন্ত বিরোধে জেরে এক সাকিল মাহমুদ নামের এক এইসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় সাকিল কে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাকিল মাহমুদ খান (১৮) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাইজুজখোলা গ্রামের আবুল খায়ের খানের পুত্র। সে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
স্থানীয় সূত্রে জানাযায়, কদমতলা ইউনিয়নের একপাইজুজখোলা গ্রামের সালিকের সাথে তার চাচা নুরুল ইসলাম খান ও আসাদ খানের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার দুপুরের দিকে সাকিলের উপর হামলা চালায় আসাদ খান ও নুরুল ইসলাম খান। এ সময় তারা ধারারো অস্ত্র দিয়ে সাকিলকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করে। পরে সাকিলের ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতবস্থায় সাকিলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Categories: বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ