পিরোজপুরে নিজস্ব ব্রান্ডের ফ্যাশন হাউজ পিনাকেল প্লাস’র যাত্রা শুরু


ফেরদৌস রহমান : পিরোজপুরে অভিযাত পোষাকের সমাহার নিয়ে নিজেস্ব ব্রান্ডের ফ্যাশন হাউজ পিনাকেল প্লাস এর যাত্রা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের থানা রোড়ে কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিজেস্ব ব্রান্ডের ফ্যাশন হাউজ পিনাকেল প্লাস এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ডিবি পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, পিরোজপুর জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক মো: তামিম সরদার প্রমুখ।

এ সময় ফ্যাশন হাউজ পিনাকেল প্লাস এর প্রতিষ্ঠাতা মালিক মাইনুল কবির সিপার জানান, শার্ট, জিন্স প্যান্ট, র্টিশার্ট, কাতুয়া, পাঞ্জাবী, পাজামা সহ বিভিন্ন ধরনের অভিযাত পোষাকের সমাহার নিয়ে পিনাকেল প্লাস এসেছে। এখানে আমাদের নিজেস্ব ব্রান্ডের আধাুনিক রুচি সম্পন্ন সকল ধরনের পোশাক সুলভ মূল্যে পাওয়া যাবে।

Categories: বরিশাল বিভাগ,লাইফস্টাইল

ব্রেকিং নিউজ