পলিথিনের দোকান থেকে সূত্রপাত, মালিবাগ কাঁচাবাজারের আগুনে পুড়ল ২৫০ দোকান


রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে বাজারের প্রায় ২৬০ দোকান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবরে পেয়ে নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোর সোয়া ছয়টার দিকে এ তথ্য জানানো হয়।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতি জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ক্ষতিগ্রস্তের শিকার এক দোকানদার বলেন, পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ভোর ৫টার দিকে। এরপরই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভাতে পানি দেয়া শুরু করে। এর মধ্যে প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক সকাল ৬টা ৩৫ মিনিটে কাঁচাবাজারের পুরো আগুন নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, এখানে প্রায় ২৫০টি দোকান আছে। যার বেশিরভাগের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ-মাংসসহ কাঁচাবাজারের সবই পুড়ে গেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৫০ টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গুরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন নুরুল হক।


Categories: ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ