পিরোজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাঝি। এ আলোচনা সভায় পিরোজপুর শহরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনিল সেন, পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা বলেন আমাদের মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও সকল মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের হৃদয়ে সব সময় তিনি অবস্থান করেছেন। আজকের এই দিনে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সঠিকভাবে আমাদের মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছেন।


Categories: বরিশাল বিভাগ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ