স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাড শ. ম. রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক শেখের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাড এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা উদীচীর সভাপতি এ্যাড এম এ মান্নান, শ. ম. রেজাউল করিমের মেঝ ভাই শেখ মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যাড মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোঃ আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, জেলা আওয়ামীলীগের সদস্য আমিরুল ইসলাম মিরন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সানাসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সকল অংগসংঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শাহ আলম।