পিরোজপুরে বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফেরদৌস রহমান : পিরোজপুরে বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ঝুমুর বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান মালেক। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি এ্যাড এম এ মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা প্রশাসকের সহধর্মীনী রিজিয়া সুলতানা প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



Categories: বরিশাল বিভাগ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ