৩০ বছর ধরে নিখোঁজ ছিলেন পিরোজপুরের জবেদ সিকদার (৫৫)


৩০ বছর ধরে নিখোঁজ ছিলেন পিরোজপুরের জবেদ সিকদার (৫৫) ।

৩০ বছর আগে জবেদ সিকদার স্বইচ্ছায় গৃহ ত্যাগ করেন এবং রাঙ্গামাটি জেলায় অবস্থান করেন। তার নাম পরিবর্তন করে নাসির রাখেন। তিনি অসুস্থ হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তার পরিবারের সদস্যদের খোজার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দ্বারা নিখোঁজ সংবাদ পোস্ট করা হয়। মোঃ জবেদ সিকদার পিতা মৃত: এরকান সিকদার, ঝোনঝোনিয়া, ১নং ওয়ার্ড, পিরোজপুর। তার দুই সন্তান কুরআনের হাফেজ বলে যানা গেছে।


 


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ