নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি এসইআইপি ট্রেনিং প্রোগ্রামের জন্য ‘প্রফেশনাল কাস্টমার সার্ভিস (পিসিএস)’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
প্রফেশনাল কাস্টমার সার্ভিস (পিসিএস), এসইআইপি ট্রেনিং প্রোগ্রাম।
পদসংখ্যা
এই পদে মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। সঙ্গে মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য শনিবার থেকে বৃহস্পতিবার যেকোনো দিন নিম্নোক্ত ঠিকানায় সকাল সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হতে হবে। অথবা সিভি ই-মেইল করতে পারেন (career@digicontechnologies.com) এই ঠিকানায় :
ঠিকানা : চতুর্থ তলা, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
মৌখিক পরীক্ষার শেষ তারিখ ২৭ মে, ২০১৯।