ফেরদৌস রহমান: পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় সদর উপজেলা শহীদ ওমর ফারুক অডিটরিয়াম মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রামানন্দ পাল।
এ প্রশিক্ষনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কোন কোন বিষয়ে অগ্রগতি করা যায় তা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষনের বিভিন্ন পর্যায়ের ৮০ জন ব্যাক্তি অংশ গ্রহণ করেন।
পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Categories: বরিশাল বিভাগ