অবশেষে বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হাতে ও জার্সির মাঝে লাল রঙ যোগ করা হয়েছে।
এই পরিবর্তনের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদনও নিয়েছে বিসিবি।
আজ নিজ কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি নিয়ে বিতর্ক চলছিলো বেশ কিছুদিন ধরে।
বিশ্বকাপ সামনে রেখে এবার হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটো আলাদা জার্সি করেছে বিসিবি।
যার একটি সবুজ ও অন্যটি লাল।
তবে যে সবুজ জার্সি পরে ফটোসেশন করেন মাশরাফি-তামিমরা সেটাতে কোন লালের ছোঁয়া না থাকাতেই আপত্তি তৈরি হয় অনেকের।