পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহনে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে র্যালী বের হয়। র্যালীটি বঙ্গবন্ধু চত্তর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন শেষে পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড এম এ হাকিম হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এসময় জেলা শ্রমিকলীগ, বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি, বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস-প্রাইভেটকার শ্রমিক ইউনিয়ন, কাঠশিল্প শ্রমিক ইউনিয়ন, ব্যাটারী চালিত ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, বসুন্ধরা সিমেন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে নানা আয়োজনে মে দিবস পালিত
Categories: বরিশাল বিভাগ