পিরোজপুরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাড এম এ মান্নান আর নেই


স্টাফ রিপোর্টার :
পিরোজপুর একজন প্রত্যক্ষ ইতিহাসবিদ, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রগামী নেতা, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী এম এ মান্নান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে অসুস্থ্য হয়ে পড়লে, তাৎক্ষণিক পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মুক্তিযুদ্ধের সময় তিনি কল্যাণী ক্যাম্পে গুর”ত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পূর্বে এবং পরে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি সনাকের জেলা সভাপতি, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, নাটাব এর জেলা সভাপতি, সমাজ সেবা মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য, দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক সহ অসংখ্য সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জোহর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদা পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, জেলা প্রশাসন আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএমএ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি ও পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মসিউর রহমান মহারাজ, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর আবহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Categories: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ