পিরোজপুরে খোশ আমদেদ পবিত্র মাহে রমজান ১৪৪০ হিজরীর পবিত্রতা রক্ষার্থে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি জেলা কার্যালয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম সাদ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুুটি কালেক্টরেট মফিজুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মোঃ মহাসিন আলী, জেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজনুর রহমান, সদর ফিল্ড সুপারভাইজার আল মামুন প্রমুখ। এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জেলা ইমাম সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
Categories: স্বাস্থ্যপাতা