সদ্য বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অমৃতসরে গত ১৯ এপ্রিল পাঞ্জাবি মতে রোশনকে বিয়ে করেছেন তিনি। প্রথম বিয়ে হয় জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাসের সাথে। প্রথম সংসারে তার একটি ছেলেও আছে। ছেলের নাম অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুক।
বিয়ের পরে সবার মনে প্রশ্ন একটাই। কেমন আছে তার ছেলে ঝিনুক। সেই কৌতূহল দূর করেছেন ঝিনুক নিজেই।
শ্রাবন্তীর তৃতীয় স্বামী কেবিনক্রু রোশান সিংহের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী’ ক্যাপশন লিখে কিছু ছবি পোস্ট করেছেন। আর সেখানে দেখা যায় রোশানসহ ঝিনুকের কয়েকজন বন্ধু হাস্যোজ্জ্বল চেহারায় ক্যামেরাবন্দি হয়েছেন।
উল্লেখ্য, অমৃতসরে ১৯ এপ্রিল পাঞ্জাবি মতে বিয়ে করেছেন নায়িকা। গত ২৩ এপ্রিল কলকাতা ফিরেছেন শ্রাবন্তী। ফিরেই সোজা শুটিং এর কাজে ব্যাস্ত তিনি। এর পাশাপাশি রোশনও ফিরেছেন তার কাজে। একই সঙ্গে দুইজন সময় কাটাচ্ছেন জিমে।
এর আগে একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, রোশনের সঙ্গে ঝিনুকের সম্পর্কটা খুব ভাল। বিয়ের আগে দুই পরিবারের মতামত নেওয়ার পাশাপাশি ঝিনুকেরও মতামত ও নেওয়া হয়েছিল ।