পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা এ্যাড এম. এ. মান্নান এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত

ফেরদৌস রহমান : পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড এম. এ. মান্নান এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের আয়োজনে সংসদ মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি তাপস ভট্টাচার্জের সভাপতিত্বে অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন এ্যাড এম. এ. মান্নান এর সহধর্মীনী জাহানারা মান্নান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিশ^নাথ দাস মুন্সী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় শাখার সদস্য ডা. তপন বসু, মোর্শেদ স্মৃতি শিশু নিকেতনের প্রধান শিক্ষক প্রতুল ব্রক্ষ্ম, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি গৌতম রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড খান মোঃ আলাউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, এ্যাড এম. এ. মান্নান এর ছোট ভাই এ্যাড বাহাদুর হোসেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সভাপতি এ্যাড দ্বীলিপ পাইক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, উন্নয়ন কর্মী মাইনুল আহসান মুন্না প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক খালিদ আবু।


Categories: বরিশাল বিভাগ,স্বাস্থ্যপাতা

ব্রেকিং নিউজ