পিরোজপুরে বাংলা টিভির ৩য় বর্ষে পদার্পন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার :  বাংলা টিভির ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে বারটায় পিরোজপুর প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পর পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম।অনুষ্ঠানে বাংলা টেলিভিশনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা একের পর এক বেসরকারি টেলিভিশ চ্যানের অনুমোদন দেয়ায় অবাধ তথ্য মানুষের কাছে পৌছে যাচ্ছে। দেশের আনাচে কানাচে কোথায় কি ঘটছে আমরা তড়িত জানতে পারছি। আশা করছি সব ধরনের নিউজের পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরবে বাংলা টিভি। এ সময় রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। আরও বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ প্রমূখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু ও অনুষ্ঠান পরিচালনা করনে বাংলা টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ