স্টাফ রিপোর্টার : নবগঠিত কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতৃবন্দ। সোমবার বিকেলে শহরের টাউন ক্লাব মাঠে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু;র নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ক্লাব মাঠে এসে শেষে হয়। আনন্দ মিছিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বারী তালুকদার জয়েন, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ওদূর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক অমি আদনান প্রিন্স, জেলা ছাত্রলীগ নেতা মামুন শেখ, হাফিজুর রহমান জুম্মান সহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে আনন্দ মিছিল শেষে পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী’র নেতৃত্বে ছাত্রলীগ আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।
কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ