পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বজ্রপাতে জাকির হোসেন আকন নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া এলাকার কচাঁ নদীর পাড়ে এঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান। নিহত জাকির হোসেন আকন (৪০) ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামের সাহেদ আলী আকনের পুত্র এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, আজ ভোরে রেনু পোনা সংগ্রহের জন্য জাকির কাঁচা নদীর পাড়ে যায়। এ সময় বজ্রপাতে জাকির গুরুতর আহত হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পিরোজপুরে বজ্রাপাতে যুবলীগ নেতার মৃত্যু
Categories: বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ