পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবদী দলÑবিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে হবে। শুধু গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া আজ কারাগারে। উনি যদি গণতন্ত্র না চাইতেন, উনি যদি অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে থাকতেন, আপোস করতেন তাহলে কিন্তু তাকে আজ কারাগারে থাকতে হতো না। তিনি আপোস করেননি বলেই অন্যায়ের সঙ্গে, একনায়কের সঙ্গে। ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি বলেই তিনি কারাগারে রয়েছেন। তাঁকে অন্যায়ভাবে বিচার বিভাগকে প্রভাবিত করে জামিনের অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। আজ সোমবার পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহি এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মো: ছরোয়ার হোসেন হাওলাদারের পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আকন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।