মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জুয়া খেলার নগদ অর্থসহ ৪ জুয়াড়িকে আটকের পর সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস এর ভ্রাম্যমান আদালতে ওই চার জুয়াড়িকে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বড় হারজি গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩০), মৃত হযরত আলী হাওলাদারের ছেলে ইউনুচ আলী হাওলাদার (৩৮), মৃত ফকের উদ্দিনের ছেলে নাছির খাঁ (৩০) ও হারজি গ্রামের মৃত আনোয়ার হোসেন তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩০)।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়হারজি গ্রামের কবির হোসেন দফদারের বাড়ি থেকে ওই ৪ জুয়াড়িকে জুয়া খেলাবস্থায় আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৮৬০ টাকা টাকা জব্দ করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জনান, সাজাপ্রাপ্ত জুয়াড়িদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।