মঠবাড়িয়ায় বসতবাড়িতে চুরি!

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ৫নং ওয়ার্ডে প্রাণী সম্পদ অফিসের পিছনে পরিবহণ শ্রমিক নেতা জসীমের বাসায় শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা রাত ১১ দিকে টিনসেড বিল্ডিংয়ের কৌশলে জানালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে স্টীলের আলমারী ভেঙে ৩ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও ঈদের জন্য ক্রয়কৃত নতুন পোষাক নিয়ে যায়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
উল্লেখ্য. একই এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক জিল্লুর রহমানের ঘর ও বাজারের দোকানসহ বেশ কয়েকটি ঘরে চুরি সংগঠিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ধরার চেষ্টা চলছে।


Categories: বরিশাল বিভাগ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ