জিহাদ হাসান (সজল) : ঈদ ঘনিয়ে আসতেই ক্রেতাদের ভিড় জমেছে পিরোজপুর জেলা সদরের বিতানগুলিতে।বিশেষ করে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ে পিরোজপুর টাউন ক্লাব রোড ও কাপুড়িয়া পট্টির বিতান গুলোতে।এরই সঙ্গে বাড়ছে বিক্রেতাদের ব্যস্ততা। ফুরসত নেই কারো। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। তাই একসঙ্গে বাড়তি ক্রেতাদের চাপে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। তবে শেষ সময়ে এসে ঈদ বাজার জমে উঠায় বেজায় খুশি বিক্রেতারা। ক্রেতারাও ক্রয় করে বেজায় খুশি, কারণ তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী তাদের সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছে। পিরজপুর জেলা সদরের বিতানগুলি ঘুরে দেখা গেছে বিতান গুলোতে পুরুষ ক্রেতাদের থেকে নারী ক্রেতাদের ভিড় বেশি। কিছু বিক্রেতাদের তাদের সাথে কথা বলে জানা গেছে, ক্রয় বিক্রয় যদি চাঁদ রাত পর্যন্ত এভাবে চলতে থাকে তাহলে তারা ভাল ব্যবসা সফল হবে।
পিরোজপুরে ঈদ উপলক্ষে কেনাকাটার ধুম, ব্যবসায়ীদের মুখে হাসি
Categories: লাইফস্টাইল