শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে- পবিত্র ঈদুল ফিতর কাল

ধর্ম মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা জানান, চাঁদ দেখা ক‌মি‌টির সভায় রাত ৯ টায় ঘোষণা দেয়া পর্যন্ত দে‌শের আকা‌শে কোথাও চাঁদ দেখা না গে‌লেও পরবর্তী‌তে বি‌ভিন্ন জেলা থে‌কে চাঁদ দেখা যাওয়ার সংবাদ আস‌তে থা‌কে।

তিনি আরও জানান, একা‌ধিক জেলার ডি‌সি চ‌াঁদ দেখার সংবাদ জানা‌লে ক‌মি‌টি পুনরায় বৈঠ‌কে বসার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের অনেক জেলায়  রাত ১০ টা ৫২ মিনিটে চাঁদ দেখতে পাওয়ার খবর আসার কথা জানান তিনি। তাই আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।


ঘোষণা দিতে এত সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “সারা দেশের আলেম-ওলামাদের সাথে কথা বলে উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাই বিলম্ব হয়েছে।

“এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এটা নিয়ে কেউ ভুল ব্যাখ্যা দিতে যাবেন না।”

এক মাস রোজার পর বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

তবে মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখায় এবার ২৯ রোজাই করতে পারছেন এদেশের মুসলমানরা।

এদিকে অনেকে একদিন আগে থেকেই রোজা রাখা শুরু করেছিলেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

 


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ