টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত।


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসকের কালিহাতী উপজেলার সল্লায় এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজন বাসাইলের সিরাজুল ইসলামের ছেলে সোহাগ (১৫)। আর একজনের পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদে পিকআপ ভ্যানে করে কয়েকজন যুবক টাঙ্গাইল থেকে ঘুরতে বঙ্গবন্ধু সেতুতে যাচ্ছিল। এসময় পিকআপ ভ্যানটি মহাসড়কের সল্লা এলাকায় আসলে বিপরীত দিকের কিরনমালা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৭জন আহত হন ।

পরে আহত ৭ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। এদের মধ্যে আরো একজন জন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলেই আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা পিকআপ ভ্যানে করে ঈদে ঘুরতে বের হয়েছিলেন।


Categories: জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Tags:

ব্রেকিং নিউজ